শনিবার থেকে কাজে ফিরছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় ও শর্তসাপেক্ষে আগামী শনিবার (২২ জুলাই) থেকে কর্মস্থলে ফিরছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ক্র্যাব মিলনায়তনে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কথা বলেন।

সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই ভাতার পরিমাণ ২০ হাজার থেকে ৫ হাজার টাকা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়। তাছাড়া প্রতিমাসে ভাতা দেওয়ার ব্যবস্থা, কর্মদিবস কমিয়ে কর্মঘণ্টা ঠিক রেখে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া, আন্দোলনের কারণে কোনো শিক্ষার্থীর ওপর অ্যাকাডেমিক হয়রানি না করার আশ্বাসও দেওয়া হয়। সেসব আশ্বাসের ভিত্তিতে এবং ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় আমরা আগামী শনিবার থেকে কর্মস্থলে ফিরে যাচ্ছি। কিন্তু গৃহীত সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়িত করা না হয়, তাহলে ফের আমরা কঠোর কর্মসূচিতে যাব।

আগামী শনিবার প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিয়ে চিকিৎসকরা কর্মস্থলে যোগ দেবেন বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুন নবী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাবনার সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস আর নেই
পরবর্তী নিবন্ধপিরোজপুরে মানবতাবিরোধী অপরাধে ৪ আসামির মৃত্যুদণ্ড