শততম টেস্টে ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে’তে যখন দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমেছিলো, তখন মনে হচ্ছিল উইকেটটা বুঝি বোলারদের স্বর্গরাজ্য। কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার পর দেখা যাচ্ছে- ব্যাটারদের স্বর্গ।

অসি ব্যাটাররা, বিশেষ করে ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ মিলে যেভাবে ব্যাট করছেন, তাতে এ কথা বলাটাই যেন বাহুল্য। এরই মধ্যে ২০০ প্লাস রানের জুটি গড়ে ফেলেছেন এই দু’জন।

শুধু তাই নয়, নিজের শততম টেস্টে এসে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন ওয়ার্নার। সে সঙ্গে ইনিংসটাকে নিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে। সেঞ্চুরি করার আগেই আরো এক কীর্তি গড়ে ফেলেন অস্ট্রেলিয়া দলের এই ওপেনার।

৮ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন ছিল কেবল ৭৮ রান। এই কীর্তি সেঞ্চুরি পূরণ করার আগেই গড়ে ফেলেন তিনি। ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি পূরণ করেন ১৪৪ বলে, ৮টি বাউন্ডারির সাহায্যে।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৭৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৮। অসিদের লিড ১২০ রানের ১৮৭ রান নিয়ে ব্যাট করছেন ওয়ার্নার এবং ৮৪ রান নিয়ে ব্যাট করছেন স্টিভেন স্মিথ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

 

পূর্ববর্তী নিবন্ধজাতীয় দলের খেলা থাকলে আইপিএল ছাড়তে হবে খোলোয়াড়দের
পরবর্তী নিবন্ধসাকিব-শিশিরের রান্নার ছবি দেখে যা বললেন মীর আফসার আলী