পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে এখনও লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের থেকে বহুগুণ পিছিয়ে তিনি। বরং কোনো তুলনাতেই আসেন না শচীনের থেকে। তবে সেরাদের তালিকায় ক্রমশই জাঁকিয়ে বসছেন বিরাট কোহলি। পরিসংখ্যানের বিচারে শুক্রবার কোহলি পেরিয়ে গেলেন শচীনকে।
বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে দ্রুততম একহাজার রানের মালিক হয়ে গেলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকরের। তিনি ১৯ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন।
তবে শচীনের থেকে দুটো ইনিংস কম খেলেই বাজিমাত কোহলির।
চলতি গল টেস্টে দ্বিতীয়বার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরি। তবে আগের দিন অপরাজিত ৭৬ রানের মাঝেই শচীনকে টপকে যান কোহলি।