ওই এলাকায় মুসলমানদের সংখ্যা অন্যান্য দেশের মতো খুব বেশি বাড়বে বলে মনে হচ্ছে না।
মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় এতথ্য পাওয়া গেছে।
গবেষণার বিষয় ছিল ‘পৃথিবীর বিভিন্ন ধর্মের ভবিষ্যত’। গবেষণাটিতে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ১৯টি দেশকে অন্তর্ভূক্ত করা হয়েছিল।
গবেষণায় বলা হয়েছে, ২০১০ সালের তুলনায় ল্যাটিন আমেরিকা অঞ্চলে ২০৫০ সাল নাগাদ জনসংখ্যার বৃদ্ধি ঘটবে ২৭ শতাংশ। তবে ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা বৃদ্ধির হার হবে মাত্র ১৩ শতাংশ।
একই সময়ে পৃথিবীজুড়ে মুসলমানদের বৃদ্ধির হার হবে ৭৩ শতাংশ, যদিও জনসংখ্যা বৃদ্ধির সাধারণ হার হবে ৩৫ শতাংশ।
ল্যাটিন আমেরিকায় মুসলিম জনসংখ্যার বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালে ওই অঞ্চলে তাদের মোট সংখ্যা হবে ৯৪০,০০০।
গবেষণায় ল্যাটিন আমেরিকা অঞ্চলে মুসলমান কম বৃদ্ধির কয়েকটি কারণ ওঠে এসেছে।
এর মধ্যে রয়েছে, এ অঞ্চলের মুসলিম পরিবারে জন্মহার বৃদ্ধি তেমন হচ্ছে না। মুসলিম নারীদের মাঝে অধিকহারে সন্তান নেয়ার প্রবণতাও কম।
‘মুসলিমদের সংখ্যা বিচারে ল্যাটিন আমেরিকা একটি অনন্য অঞ্চল, কারণ সেখানে এখনই খুব কম সংখ্যায় মুসলমান বাস করে,’- পিউ রিসার্চ সেন্টারের কনরাড হ্যাকেট।
২০১০ সাল নাগাদ ক্যারিবিয়ান দেশগুলো সহ পুরো ল্যাটিন আমেরিকায় ৮ লাখ ৪০ হাজার মুসলমান ছিল।
শরণার্থী ও অভিবাসন নীতির কারণেও ইউরোপ, উত্তর আমেরিকার দেশগুলোতে মুসলমানদের সংখ্যা অধিক হারে বাড়ছে।
এসব দেশে বেশিরভাগ অভিবাসী মুসলিম প্রধান দেশ থেকে আসছে। যে কারণে ওসব দেশে মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়ছে।
ল্যাটিন আমেরিকা দেশগুলোর অভিবাসন নীতির কারণে মুসলিম প্রধান দেশগুলো থেকে তেমন অভিবাসী যাচ্ছে না।
ধর্ম পরিবর্তনের কারণে ল্যাটিন আমেরিকায় মুসলমানদের সংখ্যা বাড়তে পারতো। তবে খুব সংখ্যক মানুষই অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসছে।
বিশ্বজুড়ে মুসলমান জনসংখ্যা বাড়ার অন্যতম বড় একটি কারণ তাদের উঁচু জন্মহার। তবে ল্যাটিন আমেরিকায় মুসলিম মেয়েরা গড়ে ২-৩ টির বেশি সন্তান জন্ম দেন না। এ কারণে এখানে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্যহারে বাড়ছে না।