লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ লেবাননের হাসবাইয়ায় শহরের একটি হোটেলে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি ভবনে এ হামলার ঘটনা ঘটে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষার উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে দুজন ক্যামেরাম্যান এবং একজন টেকনিশিয়ান।

প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক এবং প্রযুক্তিবিদরা ওই হোটেলে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন। ঘুমন্ত অবস্থায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় আরো বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

লেবাননের টিভি চ্যানেল আল জাদেদ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় হামলার পর বিল্ডিংয়ের ছাদ এবং মেঝেগুলো ধ্বংসস্তূপে ঢেকে গেছে।

আল জাজিরার প্রতিবেদক বলেছে, আমরা যারা একসাথে কাজ করি সবাই প্রায় প্রতিদিনই হাসবাইয়াতে আসি। এটা খুবই গুরুতর ঘটনা। ইসরায়েল কোনো সতর্কবার্তা দেয়নি। হাসবাইয়া কোনো উচ্ছেদ আদেশের অধীনেও নেই। প্রকৃতপক্ষে, এ শহর তুলনামূলকভাবে শান্ত ছিল।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’
পরবর্তী নিবন্ধওজন ঝরিয়ে নতুন লুকে হাজির অপু বিশ্বাস