আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরাইলের দিকে গেল কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে শুক্রবার (১৮ অক্টোরব) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের উত্তর-পশ্চিমে উপকূলীয় শহর একর এবং এর আশপাশের এলাকায় রকেট সাইরেন সক্রিয় করা হয়েছিল। কিছু রকেট (লেবানন থেকে নিক্ষেপ করা) প্রতিহত করা হয়েছে। অন্যগুলো ইসরাইলে পড়েছে।
সামরিক বাহিনীর ঘোষণা অনুসারে, ইসরাইলি বিমান বাহিনী উত্তর ইসরাইলের উপকূলে রাতারাতি একটি মনুষ্যবিহীন আকাশযানকেও (ড্রোন) আটকে দেয়।
তবে উভয় ঘটনায়, কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই হামলার আগেই ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে ‘নতুন অধ্যায়’ শুরুর ঘোষণা দেয় লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ।
এই সংঘাতের প্রকৃতি আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে বলেও জানায় গোষ্ঠীটি।