দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অতিকায় এমএইচআই বেস্টাস টার্বাইন ব্যবহার করে লিভারপুলের উপকূলে বিদ্যুৎ উৎপাদন করবে ডং এনার্জির বার্বো ব্যাংক এক্সটেনশন। ৮ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হবে ১৯৫ মিটার লম্বা টার্বাইন। এর ব্লেডগুলো হবে ৮০ মিটার লম্বা। এগুলো একবার ঘোরলেই একটি বাড়ির জন্য ২৯ ঘণ্টার বিদ্যুৎ উৎপাদিত হবে।
এ ধরনের ৩২টি টার্বাইন ব্যবহার করবে কোম্পানিটি। ডং এনার্জি বলছে, ২৫ বছর আগে তারা ডেনমার্কের উপকূলে বিশ্বের প্রথম যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল নতুন প্রকল্পের একটি টার্বাইন থেকেই তার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে। কোম্পানির প্রধান নির্বাহী হেনরিক পলসেন বলেন, এ প্রকল্পই বলে দিচ্ছে যে, উপকূলে বায়ু বিদ্যুৎ শিল্পের দ্রুত বিকাশ ঘটছে।
উদ্ভাবনীর মাধ্যমে এ শিল্প বিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে এবং বিশ্বব্যাপী এ শিল্পের বিকাশে সহায়ক হবে। লিভারপুল সিটি অঞ্চলের মেয়র স্টিভ রথারম বলেন, উপকূলে বায়ু বিদ্যুতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আশা করা যায়, এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির উৎস আরও সহজলভ্য হবে।