পপুলার২৪নিউজ ডেস্ক:
লিবিয়ায় মার্কিন বিমান থেকে চালানো বোমা হামলায় ৮০ জনেরও বেশি ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।
মার্কিন বি-২ বোমারু বিমান ও ড্রোন থেকে লিবিয়ার সির্তে শহরে আইএস লক্ষবস্তুতে রাতের আঁধারে এসব হামলা চালানো হয় বলে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেন্টাগন।
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পর তার নিজ শহর সির্তে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের দখলে চলে যায়।
এসব গ্রুপের মধ্যে চলা দ্বন্দ্ব-সংঘাতের সুযোগ নিয়ে ২০১৫ সালে এ শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইএস জঙ্গিরা। ২০১৬ সালের মে থেকে লিবিয়ায় আইএস লক্ষবস্তুতে হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধিন বাহিনী।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কারটার বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ইউরোপে হামলা করার জন্য মুখিয়ে আছে আইএস জঙ্গিরা। তাই তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই নির্মূল করা হবে।