লাল কার্ড দেখে ইতিহাস গড়লেন সুনীল নারাইন

স্পোর্টস ডেস্ক : আর এই নতুন নিয়মের প্রথম শিকারটা হলেন সুনীল নারাইন। প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখেছেন এই স্পিনার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই নিয়ম এবারই নতুন চালু হয়েছে। ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ড দেখানোর প্রচলন শুরু করেছে সিপিএল।

আর এই নতুন নিয়মের প্রথম শিকারটা হলেন সুনীল নারাইন। প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখেছেন এই স্পিনার।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মুখোমুখি হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং প্যাট্রিয়টস-ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটসের ইনিংসের সময় ঘটে এই ঐতিহাসিক ঘটনা।

১৮তম ওভারে বোলিং করতে দেরি করে নাইট রাইডার্স। সিপিএলের নতুন আইন অনুযায়ী, ৩০ গজ বৃত্তের মধ্যে চার ফিল্ডারের পরিবর্তে পাঁচ ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় নাইট রাইডার্সকে।

পরের ওভারে একই ভুলের কারণে এক ফিল্ডার কমে আসে তাদের। আর শেষ ওভারে একজন ফিল্ডারকেই মাঠ ছাড়া হতে হয়। অন ফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ টানা তিন ওভার মন্থর বোলিংয়ের কারণে লাল কার্ড দেখান নাইট রাইডার্সকে।

অধিনায়ক কাইরন পোলার্ড সেই লাল কার্ড খাওয়া খেলোয়াড় হিসেবে বেছে নেন নারাইনকে। আর এর মাধ্যমে ইতিহাসের অংশ হলেন নারাইন।

 

পূর্ববর্তী নিবন্ধনাইজারের ফরাসি দূতাবাসের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা: গেইটম্যানের নামে মামলা