নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে মহান মে দিবস উপলক্ষে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামন থেকে শোভাযাত্রা বের হয়ে পান্ট প্রদক্ষিণ শেষে কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি রমা শর্ম্মার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পান্টের ইন্ডাষ্ট্রিয়াল ডিরেকটর ইআর কিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পান্ট এইচআর ম্যানেজার এনামুল হক, কমিউনিটি কর্মকর্তা সাব্বির হোসেন, ওয়ার্টসিলা বাংলাদেশের পান্ট ম্যানেজার ফরহাদ হোসেন, পান্ট ডেভেলাপম্যান্ট কর্মকর্তা আনিসুর রহমান, ওয়ারেস পার্সেস কর্মকর্তা তারেক বেগ, হেলথসেফটি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, হেড অব ম্যাইন্টেন্যান্স সরদার জাহিদ। শ্রমিক ইউনিয়ন এডভাইজার হুসেন আহমদ, মাকসুদুল আলম, রেজাউল করিম, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম-সম্পাদক সমির বিশ্বাস, অর্থ সম্পাদক মোহাম্মদ হানিফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, শ্রমিক নেতা অরূপ সরকার, মানিক গনসালডেজ, ছালিক চৌধুরী, রতন দেবনাথ, মিজানুর রহমান, সালেক মিয়া, আলিম উল্লাহ, এনায়েত ফকির, মাসুক মিয়া, মুজিবুল হক পাঠোয়ারী, রেনেসা মুৎসদ্ধি, শাহ আলম, সদানন্দ দেব শর্ম্মা, কামাল হোসেন, নুরুল গনি প্রমূখ। এর আগে ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।