লাইসেন্সবিহীন অস্ত্র থানায় জমা দিন: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

কারও কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র গুলি থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি পুলিশ বলছে, লাইসেন্সবিহীন অস্ত্র গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

রোববার (১১ আগস্ট) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এম রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি বলেন, কারো নিকট লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র গুলি থেকে থাকলে নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতির অভিযোগে বিটিআরসির উপ-পরিচালক বরখাস্ত
পরবর্তী নিবন্ধহঠাৎ স্বেচ্ছায় অবসরে অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান