লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড বহাল

পপুলার২৪নিউজ প্রতিবেদক :লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি নাথ কে ধর্ষণের পর হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আজ দুপুরে আদালত এই রায় দেয়।

এর আগে ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর এ ঘটনায় ১০ আসামির মৃত্যুদণ্ড দেয় আদালত। এসময় দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের একলাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার এ টাকা ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রীর পরিবারকে দেয়ার আদেশ দেয়া হয়। একই সঙ্গে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

২০১২ সালের জুলাই মাসে একদল ডাকাত কৃষ্ণ লাল দেবনাথের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় তারা স্মৃতি নাথ সীমাকে পাশের একটি ঘরে ধর্ষণ করে। মালামাল লুঠ করে ডাকাতরা চলে যাওয়ার পর সীমাকে মুমূর্ষু অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তরায় ফ্ল্যাট থেকে পরিবহনকর্মীর গলাকাটা লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন