পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি বলেছেন, জাতিগত নিধন বন্ধ ও রোহিঙ্গাদের ফেরত নিতে আসিয়ানভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে মিয়ানমারকে চাপ দেয়া হবে। এ ব্যাপারে মালয়েশিয়াও সহযোগিতা করবে।
সোমবার সকালে কুতুপালং ক্যাম্পে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মালয়েশিয়া সরকার সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে।
এর আগে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ক্যাম্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন বন্ধে বিশ্বকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন।
শরণার্থী শিবির পরিদর্শনকালে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী হামিদাহ বিনতি খামিস, দেশটির মানবসম্পদমন্ত্রী ড. রিচার্ড রায়ট আনাক জায়েমসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মালয়েশিয়া সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. হামিদি এই প্রথম বাংলাদেশ সফর করছেন।
রোববার সকালে ব্যক্তিগত জেট বিমানে ঢাকায় পৌঁছান তিনি।
পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, ২৫ আগস্ট রাখাইনে সামরিক অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে পাঁচ লাখ ৩৬ হাজারের বেশি রোহিঙ্গা। মাঝখানে কয়েক দিন রোহিঙ্গাদের ঢল কিছু মাত্রায় কমে এলেও চলতি সপ্তাহে তা আবার বেড়েছে।
সোমবার বাংলাদেশে প্রায় ১১ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। জাতিংঘের মতে, ১৯৭০ সালের পর এশিয়ার মধ্যে দ্রুত সবচেয়ে বেশি মানুষের বাস্তুচ্যুতির ঘটনা এটি।
জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে জাতিগত নিধনযজ্ঞের প্রামাণ্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে। তবে মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
জাতিসংঘ রাখাইনে সামরিক অভিযানে সেনা সদস্যদের দ্বারা ধর্ষণ, নবজাতক ও শিশুসহ হত্যা, নির্মম ও গুমের ঘটনা লিপিবদ্ধ করেছে।