পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশ থেকে বিতাড়িত মায়ানমারের রোহিঙ্গারা বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এ ধারা এখনো অব্যহত রয়েছে। রোহিঙ্গারা বর্তমানে টেকনাফের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এদের মধ্যে অনেকে রেজিস্ট্রেশন করেছেন। আবার অনেকে রেজিস্ট্রেশন ছাড়াই বাংলাদেশে অবস্থান করছে। রেজিস্ট্রশন ছাড়া রোহিঙ্গারা দেশের নিরাপত্তার জন্য হুমকি। মায়ানমারের সাথে সুসম্পর্ক রেখে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানোই বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে ।
আজ সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফিয়ার্স (বিলিয়া) আয়োজিত ‘বাংলাদেশ-মায়নমার সম্পর্ক’ বিষয়ক সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রিলেশনস বিভাগের প্রফেসর সি আর আবরারের পরিচালনায় অনুষ্ঠানে কি নোট উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী প্রফেসর ড. জসিম উদ্দিন। বক্তব্য রাখেন মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবে রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
প্রফেসর সি আর আবরার বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দায়িত্ব মায়ানমার সরকারের। তাদের উচিত রোহিঙ্গাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়া। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে এগিয়ে যেতে হবে। মায়ানমার সরকারের সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি সমাধান করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিতে হবে। রোহিঙ্গা ইস্যু সমাধানে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক ফোরাম আসিয়ান, ওআইসিসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ড. জসিম উদ্দিন বলেন, রোহিঙ্গাদের উপর মায়ানমার সরকারের নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে কি-না তা খতিয়ে দেখতে হবে। যেহেতু মায়ানমারে এখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় সেহেতু বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে দু’দেশের সরকারের উচ্চ মহলের আলোচনা চালিয়ে যেতে হবে। মায়ানমার বাংলাদেশের জন্য অর্থনৈতিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। এ জন্য মায়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে এসে টেকনাফের অস্থায়ী ক্যাম্পে রেজিস্ট্রেশন করে থাকছেন। বাংলাদেশ সরকার মানবিক কারণে তাদের তাদের থাকতে দিচ্ছে। আবার অনেকে রোহিঙ্গা অনুপ্রবেশ করে রেজিস্ট্রেশন ছাড়াই বাংলাদেশে অবস্থান করছে। রেজিস্ট্রশন ছাড়া রোহিঙ্গারা দেশের নিরাপত্তার জন্য হুমকি। কেননা তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। রেজিস্ট্রেশন না থাকায় তাদের চিহ্নিত করাও কঠিন হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে রোহিঙ্গা ইস্যু সুষ্ঠু সমাধানকল্পে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে।
মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা বলেন, ভৌগলিকভাবে মায়ানমার বাংলাদেশের খুব কাছের একটি দেশ। এ দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে হবে। যোগাযোগ ব্যবস্থা বাড়াতে হবে। দু’দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশে পাঠাতে এবং তাদেরকে স্থায়ীভাবে তাদের দেশে বসবাসের সুযোগ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে মায়নমার সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।