রোহিঙ্গাদের জন্য ৯৫ টন ত্রাণ পাঠাবে ইরান

পপুলার২৪নিউজ ডেস্ক :
মিয়ানমার থেকে দেশটির সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৯৫ টন ত্রাণ সহায়তা পাঠাবে ইরান। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

এ ব্যাপারে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামিক রিপাবলিক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোর্তেজা সালামি বলেছেন, ৯৫ টন ত্রাণের শিপমেন্ট পাঠাতে চান তারা। তবে এক্ষেত্রে কার্গো বিমানে ত্রাণ পাঠানো হবে তাই অবতরণের অনুমতি চাওয়া হয়েছে বাংলাদেশের কাছে। অনুমতি মিললে পাঠানো হবে এই ত্রাণ।

জানা গেছে, ৪০ টন ত্রাণ নিয়ে কনসাইনমেন্ট প্রস্তুত রাখা হয়েছে। কোনো অনুরোধের প্রেক্ষিতে নয় রোহিঙ্গাদের দুর্দশা দেখে স্বেচ্ছায় এই ত্রাণ দিতে চাইছে ইরান।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বিশ্ব একাদশ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নারী ও শিশুসহ আরও ৩২ রোহিঙ্গা আটক