রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ২২৪ কোটি টাকা সহায়তা

পপুলার২৪নিউজ ডেস্ক :

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২ কোটি ৮০ লাখ ডলার (২২৪ কোটি টাকা) মানবিক সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকে এ সহায়তার আশ্বাস দেন।

বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের এ সহায়তার কথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা করা দরকার সেটা তারা করবেন। সাহায্য তারা আরও বাড়াবেন।

 

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ার ভেড়ামারা চালের আড়তে অভিযান, ৫৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের রক্ষায় শেখ হাসিনার ছয় প্রস্তাব