রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে মুকসুদপুরে মানববন্ধন


পপুলার২৪নিউজ মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা কওমি মাদ্রাসা কল্যান পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুকসুদপুর সদর বাজার থেকে কলেজমোড় রাস্তায় টি এ- টি মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিয়ানমারের রাখাইন রাজৈ গণহত্যা গণর্ধষন, নির্যাতন ও বাড়ীঘর আগুনে জালিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুকসুদপুর উপজেলা কওমি মাদ্রাসা কল্যাণ পরিষদ। বিক্ষোব মিছিল ও মানববন্ধন পরিচালনা করেন মুকসুদপুর কওমী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পশারগাতী হাফেজীয়া ও কমওমী মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. ফরহাদ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন টি এ- টি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. ইমরান হোসেন, পাথারাইল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. নিজামউদ্দীন, মহারাজপুর মাদ্রাসার মাওলানা আব্দুুল্লাহ, মনিরকান্দির মাদ্রাসার মাওলানা মো. হাসান, হোগলাডাঙ্গা আস সালাম মসজিদের ইমাম হাফেজ মো. শাহীন, শিক্ষক নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন হাফেজীয়া ও কওমী মাদ্রাসার শিক্ষক বৃন্দ। অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন হাফেজীয়া ও কওমী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ এক হাজারের অধিক ধর্মপ্রান মুসলমান অংশগ্রহন করেন।

 

পূর্ববর্তী নিবন্ধ১৭ দিনে ১১২ রোহিঙ্গার লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধ২০০০ নারীকে ধর্ষণ করেছেন রাম রহিম!