রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ কেন : রিজভী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নিশ্চুপ হয়ে বসে আছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কী করছেন? তিনি নিশ্চুপ হয়ে বসে রয়েছেন, তার কোনো উদ্যোগ নেই, কোনো ধরনের তৎপরতা নেই। আপনার (প্রধানমন্ত্রী) পররাষ্ট্রমন্ত্রী তো নিস্তব্ধ, নিথর,নীরব। কোনো ভূমিকা নেই। পররাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জন্যই রোহিঙ্গা সংকট নিয়ে যে চাপ সৃষ্টি হয়েছে- তা বাংলাদেশকে সইতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘(পররাষ্ট্রমন্ত্রী) না যাচ্ছেন চীনে, না যাচ্ছেন ভারতে। আজকে তুরস্ক, আজকে ইন্দোনেশিয়া, আজকে মালয়েশিয়া,একটি ক্ষুদ্র মুসলিম দেশ মালদ্বীপ,তারাও মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে। আপনার দেশে রোহিঙ্গা আসছে,আপনাদের তো কোনো বক্তব্য নেই।’

কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গাদের ঢল মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং ওই যে রোহিঙ্গাদের আজকে যে ঢল,সেই ঢলকে সামাল দিয়ে তাদের আশ্রয় দেয়া এবং তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তার সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে যে ধরনের স্তব্ধতা দেখছি,যে ধরনের দুর্বলতা দেখছি- সেটার আমরা নিন্দা জানাই।‌’

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে তাদের আশ্রয় দেয়া হোক,‘খাদ্য দেয়া হোক, চিকিৎসার ব্যবস্থা নেয়া হোক এবং দ্রুত মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরালো করে তাদের ওপর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা গত ২৫ অগাস্টের পর থেকে বাংলাদেশ পানে ছুটছে।

কয়েক দশক ধরে কয়েক লাখ রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশের বর্তমান সরকার নতুন করে শরণার্থী নিতে অনীহ হলেও এরই মধ্যে মিয়ানমারের দেড় লক্ষাধিক মুসলিম নাগরিক ঢুকে পড়েছে।
সম্মিলিন পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শওকত মাহমুদ,ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব-এর অধ্যাপক সিরাজুল ইসলাম,এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- এ্যাব-এর হাসান জাফির তুহিন,ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন,বাংলাদেশ-এর প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধকিমকে হত্যায় কমান্ডো সিল প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র!
পরবর্তী নিবন্ধরবিবার বসবে সংসদ অধিবেশন