রোহিঙ্গা শরণার্থী সংকটের পর ভারত নতুন করে সতর্কতায় নেমেছে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী ইন্দো-বাংলা সীমান্ত বন্ধ করে দিয়েছে। খবর ইন্ডিয়া টাইমসের।
বিএসএফের অতিরিক্ত জেনারেল আরপি সিং বলেন, আমাদের রক্ষীবাহিনী পুরোপুরি সতর্ক আছে। তারা বাংলাদেশের সঙ্গে থাকা ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত জুড়েই সার্বক্ষণিক পাহারায় আছে। আমরা এবছর কোনো অনুপ্রবেশ সমস্যায় পড়িনি।
“সীমান্তরক্ষীবাহিনীকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে; যাতে কোনোভাবেই কাগজপত্র ছাড়া কেউ ভারতের ঢুকতে না পারে।”
তিনি বলেন, বাংলাদেশি, রোহিঙ্গা বা অন্য যে কেউ হোক না কেন সবাইকে যেন পাসপোর্ট চেক করেই ঢোকানো হয়।
জেনারেল বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ক্ষেত্রে ভারত এর আগে তীক্ষ্ণ অভিজ্ঞতার শিকার হয়েছে। আমি চাই, ভবিষ্যতে সেরকম আর হবে না। ইন্দো-বাংলা সীমান্তে আমাদের ৮৫ হাজার রক্ষী নিয়োজিত আছে।