রূপালী ব্যাংকের পরিচালক হলেন মুজিব আহমদ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

মুজিব আহমদ সিদ্দিকীকে ৩ বছরের জন্য রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর তিনি ব্যাংকের পর্ষদ সভায় যোগদান করেন। রূপালী ব্যাংকে পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি এ বি ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তার ৩৫ বছরের কর্মজীবনে তিনি ইউএসএইড এর বাংলাদেশ মিশনে প্রজেক্ট ডেভলপমেন্ট, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ডিগ্রি অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধ২৬ মার্চ দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন ড. ইউনূস
পরবর্তী নিবন্ধছাতকে ভ্রাম্যমাণ আদালতের ২লক্ষ ৩০হাজার টাকা জরিমানা