রুশ বিমানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৪১

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাশিয়ায় ৭৮ আরোহী নিয়ে সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই মধ্য আকাশে একটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের আগেই বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানটির অন্তত ৪১ আরোহী প্রাণ হারান।

নিহতদের মধ্যে দুই শিশু ও একজন ফ্লাইট অ্যাটেনডেন্টও রয়েছেন। খবর রুশ বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্সের।

বিমানটি উত্তর-পূর্বাঞ্চলীয় মারমানস্কের দিকে যাওয়ার কথা ছিল। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে আগুন।

রুশ সুপার জেট-১০০ বিমানটি সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাচ্ছিল। বিমানটিতে তার আগেই মধ্য আকাশে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আরোহীরা এমার্জেন্সি এক্সিট রুট দিয়ে বের হয়ে অগ্নিদগ্ধ বিমানটি থেকে দৌড়ে সরে যাচ্ছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, প্রাণে রক্ষা পাওয়াটা একটা ‘আশ্চর্য’ ঘটনা।

উড্ডয়নের পরপরই ক্রু বিপদ সংকেত প্রেরণ করেন। একই সঙ্গে বিমানটি জরুরি অবতরণের ক্ষেত্রেও প্রথম দফায় সফল হয়নি।

উড্ডয়নের ৩০ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করে ওই বিমানটি। এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন ক্রিস্টিয়ান কস্তোভ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

বিমানটি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

ওদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানিয়েছেন- হাসপাতালে ছয়জন আছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

পূর্ববর্তী নিবন্ধকঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত আইজিপি রৌশন আরা নিহত
পরবর্তী নিবন্ধএসএসসির ফল প্রকাশ আজ