রুশ পররাষ্ট্রমন্ত্রীর সামনেই জাতিসংঘ মহাসচিবের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার (২৪ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে গুতেরেস বলেন, যুদ্ধের কারণে ইউক্রেন ও দেশটির জনগণ ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞের শিকার হয়েছেন।
তিনি বলেন, করোনা মহামারিতে বৈশ্বিক অর্থনীতিতে বিচ্যুতি শুরু হয়েছিল, এ যুদ্ধ তা আরও উসকে দিয়েছে।

মহাসচিব বলেন, বৃহৎ শক্তিগুলোর মধ্যকার উত্তেজনার ঐতিহাসিক মাত্রাগত বেড়েছে। ভুল হিসাব-নিকাশের কারণে সংঘাতের ঝুঁকিও একইভাবে বেড়েছে।

১৫ মাসের নিরাপত্তা পরিষদে রোটেশন অনুযায়ী এপ্রিল মাসের সভাপতিত্বের দায়িত্ব পায় রাশিয়া। সংস্থাটির বৈঠকে বহুপাক্ষিকতা ও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সনদ নিয়ে আলোচনা হয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তার বক্তব্যে বলেন, বহুপক্ষীয় আস্থার সংকটে পরিস্থিতির অবনতি হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রথম দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে বিশেষ সামরিক অভিযান বলেন। তবে পর এটি যুদ্ধে রূপ নেয়।

 

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার অনুরোধ প্রতিমন্ত্রীর
পরবর্তী নিবন্ধ১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী