পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে আজ শ্রীলংকা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলংকায় ৭-২১ ফেব্রুয়ারি একদিবসী বিশ্বকাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। হোম সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে না পারলেও বিশ্বকাপ বাছাইপর্বে ভালো কিছুর আশা করছেন অধিনায়ক রুমানা আহমেদ ও কোচ ডেভিড ক্যাপল।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রুমানা বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের কিছুটা সমস্যা আছে এখনও। সবাই শতভাগ দিতে পারলে আশা করছি ভালো করব।’ ইনজুরির কারণে খেলা হচ্ছে না ফাহিমা খাতুন ও লতা মণ্ডলের। দু’জনের পরিবর্তে ডাক পেয়েছেন শায়লা শারমিন ও মোরশেদা খাতুন।
বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড। ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে।