রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর!

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দলের সঙ্গে দেশে ফেরেননি ক্রিস্টিয়ানো রোনালদো। জানা যায়, দোহায় থেকে গেছেন তিনি। পরে খবর আসে, রিয়াল মাদ্রিদে অনুশীলন করতে গেছেন। প্রখ্যাত ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানালেন, রিয়ালের সঙ্গে ৭ কোটি ২০ লাখ ইউরোতে চুক্তি করেছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে তীর্যক মন্তব্য করলে রোনালদোর সঙ্গে ছাড়াছাড়ি হয় তাদের। এরপরই গুঞ্জন ওঠে, নতুন বছরে সৌদি আরবের একটি ক্লাবে যাচ্ছেন তিনি। যদিও সেটা পাকা খবর কি না সংশয় ছিল।

এবার এলো রোনালদোর রিয়ালের সঙ্গে চুক্তির খবর। মূলত কোথাও যোগ দেওয়ার আগে নিজেকে ফিট এবং প্রস্তুত করতে অনুশীলন শুরু করতে সেখানে গিয়েছিলেন সিআরসেভেন। ঘাম ঝরান রিয়ালের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে। তাকে সেখানে অনুশীলন করার অনুমতি দেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। অবশ্য দিন-চারেক আগেই তিনি সভাপতির কাছে অনুশীলন করার অনুমতি চেয়েছিলেন।

চার বছর পর রিয়ালে ফিরে তিনি একাকী অনুশীলন করেছেন। এখানেই তিনি কিছুদিন অনুশীলন করবেন বলে জানা যায়। এবার গুঞ্জন উঠলো, নতুন বছরে নিজের ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে সফল দলের জার্সি পরতে যাচ্ছেন তিনি।

২০১৮ সালে রিয়াল ছাড়ার আগে ৯ বছর রোনালদো লস ব্লাঙ্কোদের হয়ে খেলেছিলেন। রিয়ালের হয়ে তিনি দুটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। রিয়ালে থাকতেই তিনি পাঁচ ব্যালন ডি’অরের চারটি জেতেন।

২০০৮ সালে যে ক্লাবে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন, সেই ম্যানইউতে রোনালদো দ্বিতীয়বার ফিরে যান গত বছর। ৩০ ম্যাচ খেলে ১৮ গোল করেন। কিন্তু চলতি মৌসুমে এরিক টেন হ্যাগের সঙ্গে বনিবনা হচ্ছিল না। নানা কাণ্ডে ক্ষোভ উগরে দেন এক সাক্ষাৎকারে। তারপরই হয় ছাড়াছাড়ি। বিশ্বকাপেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বদলি হওয়া নিয়ে রাগ প্রকাশ করলে কোচ ফার্নান্দো সান্তোস তাকে নকআউটে বেঞ্চে বসিয়ে রাখেন।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ ফাইনালের রেফারি সাইমন মার্সিনিয়াক
পরবর্তী নিবন্ধগেরুয়া রঙের পোশাকে স্বামীজি ধর্ষণ করতে পারেন আর নায়িকা পরলেই দোষ : প্রকাশ রাজ