রায় পরিবর্তনে ক্ষমতাসীনরা অলিম্পিক দৌড়ে নেমেছে : রিজভী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য ক্ষমতাসীনরা অলিম্পিক দৌড়ে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ সময় রিজভী বলেন, দেশে ভয়াবহ বন্যায় যখন উত্তরাঞ্চলসহ সারা দেশ ভাসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য অলিম্পিক গেমের মতো দৌড়ঝাঁপ করছেন। এ সময় আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে তার (ওবায়দুল কাদের) বৈঠক- শুধু উদ্বেগেরই নয়, বিচারের ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টার অংশ।

রিজভী বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠকে আমরাই শুধু উদ্বিগ্ন নয়, এ বৈঠক ন্যায়বিচারকে কলঙ্কিত করার অপচেষ্টা কি না এটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে। তিনি বলেন, রায় পরিবর্তনের জন্য আওয়ামী লীগ যেভাবে উঠেপড়ে লেগেছে এটা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের শামিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে রায়কে পাল্টে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে তা বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। এ ছাড়া খালেদা জিয়ার জন্মদিন পালন বিষয়ে রিজভী বলেন, এবার বন্যার্ত ও অসহায় মানুষের কথা চিন্তা করে সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘অপারেশন আগস্ট বাইট’ প্রাথমিকভাবে শেষ পান্থপথে অভিযানে সন্দেহভাজন এক জঙ্গি নিহত
পরবর্তী নিবন্ধ‘ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলে হামলার পরিকল্পনা ছিল জঙ্গি সাইফুলের’