বিনোদন ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে অনেক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। এবার সাংস্কৃতিকভাবেও দেশটির উপর বিরুপ মন্তব্য পড়তে চলেছে। যার ফলে হলিউডের বিগ বাজেটের সিনেমাগুলো রাশিয়াতে মুক্তি পাবে না বলে জানা গেছে।
এরইমধ্যে ওয়ার্নার ব্রাদার্স এবং সনি আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ায় তাদের বহুল প্রত্যাশিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান’ ও ‘মরবিউস’র মুক্তি স্থগিত করেছে।
হলিউড রিপোর্টার অনুসারে, ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে এই সিদ্ধান্ত এসেছে।
ওয়ার্নার ব্রাদার্স এবং সনি সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়া থেকে পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত সব সিনেমার মুক্তি বন্ধ রাখা হবে।
পিক্সারের ‘টার্নিং রেড’ সিনেমাটি রাশিয়ায় ১০ মার্চ মুক্তি পাবার কথা ছিল। সেটিও স্থগিত হতে যাচ্ছে।
সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘আমরা আশা করি এই সংকট দ্রুত কেটে যাবে।’