রাশিয়াকে সহায়তাকারীদের ওপরও নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়াকে যারা গোলাবারুদ বা দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করে তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৪ অক্টোবর) মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদিয়েমো বলেছেন, ওয়াশিংটন যে এই ধরনের কঠোর পদক্ষেপ আরোপ করতে ইচ্ছুক ও সক্ষম তা স্পষ্ট করার জন্য বিভাগ নির্দেশিকা জারি করতে পারে।

তিনি বলেন, ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল এরই মধ্যে (ওএফএসি) একটি নির্দেশনা জারি করতে যাচ্ছে। সেখানে পরিস্কার করা হবে যারা রাশিয়াকে নানাভাবে সহযোগিতা করে তাদের ওপর কীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এদিকে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলাপকালে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন জানিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনায় রাশিয়া অবশ্যই দায়বদ্ধ। এ বিষয়ে আলোচনা করতে জি৭-এর জরুরি বৈঠকের আগে জেলেনস্কির সঙ্গে ফোন কলে বাইডেন এই প্রতিশ্রুতি দেন।

মূলত ক্রিমিয়ান সেতুতে হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা জোরদার করেছে রাশিয়া। এরপর থেকেই পশ্চিমাদেশগুলো ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধএতটাই সহজ-সরল ছিলাম যে, কূটচাল বুঝতাম না: নার্গিস ফাখরি
পরবর্তী নিবন্ধকরোনায় আরও চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬