রাশিয়ার সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ছাড়া অচল ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন অচল। এমনটাই বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের টিকে থাকার ‌‘সম্ভাবনা কম’।

তিনি আরও বলেন, আপনি জানেন যে এখানে কঠিন পরিস্থিতি এবং আপনার কাছে সুযোগ আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আমাদের টিকে থাকার সম্ভাবনা খুবই কম।

এর আগে জেলেনস্কি জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য তারা প্রস্তুত। তবে তিন বছর ধরে চলা যুদ্ধ কীভাবে বন্ধ হবে সে ব্যাপারে কিয়েভ যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে একটি জায়গায় পৌঁছাতে পারবে তখনই এই আলোচনা হবে।

জেলেনস্কি বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের সঙ্গে যেকোনো আলোচনার জন্য প্রস্তুত। যদি তারা আমাদের কাছ থেকে আসা নির্দিষ্ট অনুরোধের সুনির্দিষ্ট উত্তর ও বিপজ্জনক পুতিন সম্পর্কে একটি সাধারণ ধারণা দেয় তাহলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

এদিকে পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘তাৎক্ষণিকভাবে’ শুরু হচ্ছে। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা টেলিফোনে কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি তার উপদেষ্টাদের কাছে স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করা তার অন্যতম লক্ষ্য।

পাচারের শিকার যশোরের জাফর এখন ইউক্রেনের রণাঙ্গনে!
কাজের নামে রাশিয়ায় পাচার/ যুদ্ধে শ্যালক নিহত, দেশে ফিরতে ভগ্নিপতির আকুতি

ফোনালাপের পর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের ক্ষমতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছি এবং একে অপরের দেশে সফর করতেও রাজি হয়েছি। আমাদের দলগুলো এখনই আলোচনা শুরু করবে এবং আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বিষয়টি জানাবো।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতার হামলায় আহত যুবদল নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধজাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা আজ