বিনোদন ডেস্ক : নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। যার প্রভাবে এখন থেকেই শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে রায়ান বার্লের। জিম্বাবুয়ের এই ক্রিকেটার খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।
আজ সোমবার সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তারা সেখানে লিখেছে, ‘জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান ও লেগ স্পিনার রায়ান বার্ল এখন স্ট্রাইকার!’
সিলেট আরো যোগ করে, ‘বাংলাদেশি এবং বিপিএল ক্রিকেট অনুরাগীদের কাছে রায়ান একটি পরিচিত নাম, সে সম্প্রতি ক্রিকেট বিশ্বের মনোযোগ কেড়েছিলেন যখন তিনি অস্ট্রেলিয়ার যেকোনো ফরম্যাটে জিম্বাবুয়ের প্রথম জয়ে অবদান রেখেছিলেন। টাউনসভিলে একটি ওডিআইতে তিন ওভারে ১০ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
সেই ম্যাচে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঐতিহাসিক জয় তুলে নেয়। রায়ান বার্ল বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে খেলছেন। আমরা রায়ান বার্লকে আমাদের সিলেট স্ট্রাইকার্স পরিবারে স্বাগত জানাই!’