বিনোদন ডেস্ক : গত বছরের ৮ সেপ্টেম্বর মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রানি এলিজাবেথের মৃত্যুর পর চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়। কয়েক দিন পর রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত কনসার্টে পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম এসব তথ্য জানিয়েছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। ৭ মে অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যারা ব্রিটেনের রাজ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সংগীত পরিবেশন করবেন। এ মঞ্চে টম ক্রুজের মতো হলিউড তারকারাও থাকবেন।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। তারপর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। গত বছরের মার্চ মাসে মা হতে যাওয়ার খবর জানান এই দম্পতি। একই বছরের ২০ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনে বসবাস করছেন সোনম।
অভিনয়ে খুব একটা সরব নন সোনম কাপুর। বলা যায়, স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘একে ভার্সেস একে’। ২০২০ সালে মুক্তি পায় এটি। এক বছর বিরতি নিয়ে গত বছর ‘ব্লাইন্ড’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। চলতি বছর এটি মুক্তির কথা রয়েছে।