পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ফুলপ্রেমীদের চাহিদা ক্রমবৃদ্ধির কারণে শিরোইল হার্টিকালচারে শুরু হয়েছে মাসব্যাপী ফুল মেলা-২০১৭। রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি) এই ফুল প্রদর্শনীর এই মেলার আয়োজন করেছে।
মেলায় গোলাপ, গাঁদা, টিউলিপ, অর্কিড, লিলি, সূর্যমুখী, ডেফোডিল, গন্ধরাজ, বনলতা, নাইট কুইন, মালতি, ডালিয়া, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুলের ঘ্রাণে মেলায় আসা দর্শনার্থীরা আকৃষ্ট হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফুল মেলা-২০১৭ উদ্বোধন করেন।
আরসিসি মেয়র নিজাম উল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, ফুল হলো এমন এক উপহার যার সৌন্দর্য অর্থ দিয়ে মাপা যাবে না।
সম্প্রতি এই অঞ্চলে ফুলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এ সময় তিনি আমদানি নির্ভরতা কমাতে দেশজ ফুলের চাষ বৃদ্ধির পরামর্শ দেন।
তিনি বলেন, ভূ-প্রকৃতি, জলবায়ু, গাছপালার বৈচিত্রের কারণে সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ পালনে সহায়ক হওয়ায় রপ্তানির জন্য বৈজ্ঞানিকভাবে এই ধরনের উদ্ভিদ উৎপাদন করা প্রয়োজন।
মেলায় আসা দর্শনার্থীরা বাসসকে বলেন, এই অঞ্চলে বিভিন্ন ঘ্রাণের ফুল হয়, আরো বেশি ফুল চাষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে এটি একটি রপ্তানিকারক শিল্পে পরিণত হতে পারে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস বলেন, ফুল প্রকৃতিক এক সুন্দর উপহার এবং সব বয়সের মানুষই ফুল ভালোবাসে। তাই চাষিদের আরো বেশি ফুল চাষে উৎসাহিত হওয়া উচিত। এ সময় তিনি ফুল সংরক্ষণের ব্যবস্থা তৈরির দাবি জানান, যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ফুল চাষিরা ফুল সংরক্ষণের সুবিধা পায়।
অধ্যাপক বিধান দাস বলেন, ফুল নির্ভর বিভিন্ন ধরনের শিল্প গড়ে ওঠার সাথে এই ধরনের সুব্যবস্থা ফুল চাষিদের সহায়ক হবে।