জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
রাজশাহীর চারঘাট সীমান্তে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) লঙ্ঘনের দায় স্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আন্তর্জাতিক আইন ও নিয়ম-নীতি লঙ্ঘন করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের প্রমাণও পেয়েছে সংস্থাটি।
দেশটির গণমাধ্যম ‘ডেকান ক্রনিকল’ গত ১ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
ওই খবরে বলা হয়েছে, সম্প্রতি কলকাতার ঠাকুর ভিলায় ৫৫তম বিএসএফ রাইজিং দিবস উদযাপনের সময় বক্তব্য রাখেন বিএসএফের উপ-মহাপরিদর্শক (দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দফতর) এস এস গুলেরিয়া।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের (বিএসএফ) পক্ষ থেকেও এসওপি লঙ্ঘন হয়েছে। বিষয়টি তদন্তেরও আদেশ দিয়েছেন আদালত। এসওপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এসওপি লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে মুর্শিদাবাদের কাকমারি চরের বিএসএফের উপ-পরিদর্শকসহ তিন সদস্যের বিরুদ্ধে আদালত তদন্ত শুরু করেছে।’
এর আগে গত ১৭ অক্টোবর ভারতের সীমান্তরেখা অতিক্রম করে কয়েকজন জেলে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। তারা রাজশাহীর চারঘাটের ভেতরে পদ্মানদীতে প্রবেশ করে ইলিশ শিকার করছিলেন। ওই সময় বাংলাদেশের আইন অনুযায়ী মা ইলিশ রক্ষায় বিচরণ ক্ষেত্রে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা বলবৎ ছিল।
বিধি অমান্য করে পদ্মায় ইলিশ শিকাররত তিন জেলেকে দেখতে পায় ভ্রাম্যমান আদালত। তবে অভিযান টের পেয়ে দুই জেলে আগেই পালিয়ে যান। ধরা পড়েন প্রণব মন্ডল নামের ভারতীয় এক জেলে।
ওই সময় বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই বাংলাদেশের প্রায় ৬৫০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে ওই জেলেকে বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বিজিবির সদস্যরা বাধা দিলে তাদের (বিজিবি) লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি চালায়। বিজিবিও পাল্টা গুলি চালালে বিএসএফের হেড কস্টেবল বিজয় ভান সিং নিহত এবং রাজবীর সিং আহত হন।
এদিকে গত ১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পত্রিকা ‘সংবাদ প্রতিদিন’ এর এক প্রতিবেদনে বলা হয়, ‘গত অক্টোবরের মাঝামাঝি মুর্শিদাবাদের কয়েকজন মৎস্যজীবী মাছ ধরতে ধরতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েন। বিজিবি তাদের আটক করে। একজন মৎস্যজীবীকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়। এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন হয়। চার বিএসএফ কর্মী ও আধিকারিক (কর্মকর্তা) এবং একজন স্থানীয় বাসিন্দা বৈঠক সেরে ফিরে আসার সময়ই তাদের ওপর গুলি চালায় বিজিবির এক হাবিলদার।’
ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে রাজশাহী বিজিবির (১ ব্যাটেলিয়ন) অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বিএসএফের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছিলেন।
এখন বিএসএফের উপ-মহাপরিদর্শক (দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দফতর) এস এস গুলেরিয়ার স্বীকারোক্তিতেও বিএসএফের ওপর গুলি চালানোর অভিযোগ অসত্য প্রমাণিত হলো। এছাড়া তিনি এও স্বীকার করেন, বৈঠকের আগে বিএসএফ সদস্যরা এসওপি অনুসরণ করেনি।