রাজধানীর যে ১০ হাসপাতালে মিলছে করোনার চিকিৎসা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন চিকিৎসক। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের মতো দেশেও হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, এখন পর্যন্ত রাজধানীতে কোভিড-১৯ এর চিকিৎসা দেয়ার জন্য ১০টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

এসব হাসপাতালের নাম ও যোগাযোগের নম্বর নিচে 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ০১৮১৯২২০১৮০
যাত্রাবাড়ীতে সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল ০১৭৭৭৭৭১৬২৫
আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ০১৭০০০০০০০০, ০১৭১২২৯০১০০
কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল ০১৭২৬৩২১১৮৯
মিরপুর মেটারনিটি হাসপাতাল ০২৯০০২০১২
নয়াবাজারে মহানগর জেনারেল হাসপাতাল ০২৫৭৩৯০৮৬০, ০২৭৩৯০০৬৬
কমলাপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল +৮৮০২৫৫০০৭৪২০
উত্তরায় কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হাসপাতাল ০১৯৯৯৯৫৬২৯০

এ ছাড়া কেরানীগঞ্জে জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।

এ ছাড়া কেরানীগঞ্জে জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।

এদিকে আইইডিসিআরের দুটি হটলাইনে যোগাযোগ করতে বলেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা। নম্বর দু’টি হলো ০১৯৪৪৩৩৩২২২ ও ১০৬৫৫।

এছাড়া রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০,  ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এছাড়াও ১৬২৬৩ নম্বরেও কল করা যাবে।

 

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়াল
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা সানাউল্লাহ মিয়া আর নেই