রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে।

শনিবার (১৮ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে রোববার (১৯ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে ৪৬ হাজার ২৬ পিস ইয়াবা, ১৭২ গ্রাম হেরোইন ও ২৫ কেজি (৬৫৫ গ্রাম ৪০ পুরিয়া) গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির সাবেক এমপি আকমাল ইবনে ইউসুফ মারা গেছেন
পরবর্তী নিবন্ধআড়াইহাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৯৯তম শাখার উদ্বোধন