রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৫ অক্টোবর ) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ২২৬টি ইয়াবা ও ২ কেজি ৯০০ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৭ গোলের ম্যাচে হারলো জুভেন্টাস
পরবর্তী নিবন্ধসবুজ শাড়িতে নজর কাড়লেন আনুশকা শর্মা