রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পপুলার২৪ নিউজ প্রতিবেদক:
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন- মাইনুল ইসলাম (৮২) ও পিকআপের ধাক্কায় রিপন তালুকদার (২০)। আজ রবিবার সকাল সাড়ে ৫টায় বংশালে ও সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়িতে এই পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনুল ইসলামের বাড়ি চট্রোগ্রাম হাটহাজারী উপজেলায়। তিনি বংশাল কায়েতটুলী বি কে গাঙ্গুলী রোডের ১৫ নম্বর বাসায় থাকতো।

মাইনুলের ভাগিনা ইমরান হোসেন জানান, তার মামা মাইনুল চির কুমার ছিলো। ঢাকায় তাদের সঙ্গেই থাকতেন তিনি।
আজ ভোরে তিনি হাটতে বের হন। এরপর সাড়ে ৫টার দিকে বংশাল নবাবকাটারা আনন্দ ডেইরী ফার্মের বিপরীত পাশের রাস্তায় একটি ভ্যানের ধাক্কায় তিনি আহত হন। পথচারীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান জানান, স্বজনদের অনুরোধে মৃতদেহটি বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিহত রিপন তালুকদারের বড় ভাই রুবেল হোসেন জানান, আজ সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ি কাজলা ব্রিজের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় রিপন। এর পর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টায় তার মৃত্যু হয়।

রুবেল আরো জানান, তাদের বাড়ি ভোলা লালমোহন উপজেলার চটপাতা বদ্দারপুর এলাকায়। পিতার নাম শাহাবুদ্দিন তালুকদার। ঢাকায় যাত্রাবাড়ির কাজলায় থাকতো এবং কাজলা কাঁচামালের আড়তে লেভারের কাজ করত রিপন।

রিপনের মৃত্যর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফের জুটি বাঁধছেন ঋত্বিক ও ক্যাটরিনা
পরবর্তী নিবন্ধমায়ের কাছে শিশুর আকুতির ভিডিও নিয়ে তোলপাড়