নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে দুই বাসের মধ্যে আটকা পড়ে রিকশাচালকসহ তিন জন আহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের পেছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহরাব হোসেন জানান, মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের পেছনে বেড়িবাঁধের সড়কে প্রজাপতি পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। সেটির পাশ দিয়ে একটি রিকশা যাচ্ছিল। সেসময় রমজান পরিবহনের একটি বাস এসে প্রজাপতি পরিবহনের বাসটির পেছন দিকে থাকা রিকশাটিকে চাপা দেয়। এতে দুই বাসের মধ্যে পড়ে যান দুই নারী আরোহী। স্থানীয়রা এ দৃশ্য দেখে চিৎকার শুরু করলে রমজান পরিবহনের বাসের চালক দ্রুত বাস থামায়।
এক যুবক রিকশার যাত্রীদের দুই বাসের মধ্যে চাপা পড়া অবস্থা থেকে বের করেন। পরে তাদের পাশের হাসপাতালে নেওয়া হয়।
এএসআই সোহরাব জানান, এ ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে বাসের হেলপার হাসপাতালে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত রিকশা আরোহীদের পাইনি। তারা চলে গেছেন। বাস দুটি শনাক্ত করা হয়েছে।