পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেত ও বানানীতে ট্রেনের ধাক্কা ও কাটা পড়ে এক নরীসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার, ২৯ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দু’টি দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, খিলক্ষেত রেল ক্রসিংয়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনাগামী একটি ট্রেনের ধাক্কায় মিলনা আক্তার (৩৫) নামে এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত মিলনা আক্তার নেত্রকোনা কলমাকান্দা উপজেলার খয়রুল মিয়ার স্ত্রী। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।
এদিকে বনানীতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ট্রেনে নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির গায়ে নীল রঙের সোয়েটার ও পড়নে ফুল প্যান্ট ছিলো।
ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান ওসি ইয়াসিন ফারুক।