রাজধানীতে এসির সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কদমতলীর একটি বাসায় এসির সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তুলি আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে সুমন জানান, নামাশ্যামপুর বরইতলা হাজী কফিল উদ্দিন রোডের একটি বাসায় এসির লাইনের সুইচ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তুলি এবং ছিটকে পড়ে যান। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়েকে নিয়ে জাপানি মায়ের দেশত্যাগ, আদালত অবমাননার শুনানি আজ
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৪ হাজার ছাড়ালো