রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক:

দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

এদিন রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে এদিন শিডিউল করে লোডশেডিং কার্যক্রম পরিচালনা করবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, কয়েকশ গ্রেফতার
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা