রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ চলছে

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুর প্রতিবাদে রাঙামাটিতে সড়ক ও নৌপথ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে পাহাড়ী ছাত্র পরিষদ।

অবরোধের সমর্থনে রবিবার সকাল থেকেই কুতুকছড়ি এলাকায় পিকেটিং এর খবর পাওয়া গেলেও শহরের কোনো জায়গায় সংগঠনের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। শহরের একমাত্র যানবাহন অটোরিকশা চলাচল স্বাভাবিক থাকলেও, গাড়ির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। শহরের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্তক অবস্থায় থাকতে দেখা গেছে।

অবরোধের কারণে রাঙামাটি শহরের আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে। শহর থেকে কোনো লঞ্চ উপজেলার উদ্দেশে ছেড়ে যায়নি। উপজেলাগুলো থেকেও শান্তিপূর্ণ অবরোধ পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক চাকমা মোবাইল ফোনে জানিয়েছেন, রমেল চাকমার মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

রাঙামাটি কোতোয়ালি থানার এসআই সৌরজিৎ বড়ুয়া বলেন, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, শহরের কোথাও কোনো পিকেটিং নাই। দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি, কিন্তু শহরের যানচলাচল ও জীবনযাত্রা স্বভাবিক আছে।

উল্লেখ্য, নানিয়ারচর উপজেলায় দুটি ট্রাকে আগুন দেবার ঘটনায় অভিযোগে গত বুধবার (৫ এপ্রিল) নানিয়ারচর বাজার থেকে রমেল চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী আটকের পর নানিয়ারচর থানা পুলিশের কাছে হস্তান্তরের পর রমেল চাকমা বুকে ব্যথা অনুভবের কথা জানালে বৃহস্পতিবার (৬ এপ্রিল) পুলিশ তাকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার তার গ্রামের বাড়িতে কিছু স্বজনের উপস্থিতিতে তার মৃতদেহ দাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা। রমেল চাকমার সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ দাবি করছে ‘নির্যাতনে’ মৃত্যু হয়েছে তার।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিন খেলা হলো মাত্র ৬৯ বল
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে রুশ এমপির ছেলের ২৭ বছরের কারাদণ্ড