‘রাখাইনে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে’

 পপুলার২৪নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ মার্কলে বলেছেন, মিয়ানমার সরকার ও সামরিক বাহিনী রোহিঙ্গদের ওপর যে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে তাকে যুদ্ধপরাধ ও জাতিগত নিধনের মতো অপরাধ। রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের মুখ থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অত্যাচারের কথাও শুনেছে বলে জানান সিনেটর জেফ মার্কলে।

জেফ মার্কলে বলেন, রোহিঙ্গারা শুধু নির্যাতনের কথাই বলেনি, বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞাতাও জানিয়েছে। তারা নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে চায়।

এ ছাড়াও সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

অপরদিকে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। রোহিঙ্গাদের শুধু ফিরিয়ে নেওয়া নয়, তাদের পরিপূর্ণ নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

কফি আনানের সুপারিশ বাস্তাবায়ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও ছিলেন, মার্কিন সিনেটর রিচার্ড ডারবিন, কংগ্রেসম্যান বেটি ম্যাককালাম, ইয়ান শাকোস্কি, ডেভিড এন সিসিলিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, ইউএস অ্যাম্বাসির ডেপুটি চিফ অব মিশন জোয়েল রিফম্যান, লেজিসলেটিভ ডিরেক্টর জেরিমিয়া বাউম্যান, সিনেটর ডারবিন এমএলএ রব লিওনার্ড।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহীদুল হকও।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে গুঁড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা আফগানিস্তানের
পরবর্তী নিবন্ধডিভোর্স ঠেকাতে রাবি ছাত্রীকে তুলে নিয়ে যান স্বামী: পুলিশ কমিশনার