রমজানে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়৷

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে৷

পূর্ববর্তী নিবন্ধবৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের উন্নতি
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকাকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড