হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
রমজান উপলক্ষ্যে সারা দেশের মত গোপালগঞ্জে শুরু হয়েছে টিসিবির পন্য বিক্রি। রমজান এলেই ছোলা, চিনি, খেজুর, ভোজ্য তেল ও ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের চাহিদা বেড়ে যাওয়া দাম ক্রেতাদের হাতের নাগালে রাখতে এসব পন্য বিক্রি করা হচ্ছে।
জানাগেছে, অন্যান্য স্থানে ১৫মে শুরু হলেও দু’দিন পর গোপালগঞ্জে বুধবার থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে রাস্তায় একটি ট্রাকে করে এই পন্য বিক্রি শুরু করেছে ডিলার। প্রতিজন টিসিবি-র নির্ধারিত মূল্যে ২ কেজি করে চিনি, ডাল, ছোলা, খেঁজুর ও ৫ লিটার করে তেল কিনতে পারছেন। টিসিবিতে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ডাল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা ও প্রতি লিটার সোয়াবিন তেল ৮৫ টাকা করে বিক্রি করা হচ্ছে।
ক্রেতা রহিজ শেখ, মহির শেখ জানান, বাজার থেকে দাম কম হওয়ায় আমার নি¤œবিত্তের মানুষেরা টিসিপির পণ্য কিনছি। কিন্তু চাহিদার তুলনাই জিনিসপত্র কম। পুরো রোজার মাস পর্যন্ত যাতে গরীব মানুষ টিসিবি থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারেন তার দাবী জানিয়েছেন।