রংপুরে শিশু মৃত্যু : সেই চিকিৎসকের জামিন, আন্দোলন স্থগিত

পপুলার২৪নিউজ ডেস্ক:

রংপুরে অস্ত্রোপচারের সময় শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার চিকিৎসক আবদুল হাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিকে আবদুল হাইয়ের জামিন মঞ্জুর হওয়ায় আন্দোলন স্থগিত করেছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা।

গত শনিবার নগরীর ধাপ মেডিকেল মোড়ে বেসরকারি সেন্ট্রাল ক্লিনিক নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশু আল সিয়ামের টনসিল অপারেশন করতে গিয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ভুল অপারেশনে মারা যায় শিশু সিয়াম।

এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের বাবা রেজ্জাকুল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক আবদুল হাই ও ক্লিনিক কর্মচারী সুশান্ত দেবনাথকে গ্রেফতার করে পুলিশ। থানার মধ্যে চিকিৎসক আবদুল হাই অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার জরুরি সভা ডাকেন রংপুরে কর্মরত সব চিকিৎসক ‘রংপুর চিকিৎসক সমাজ’-এর নামে। সেখানে বৈঠকে তারা রোববার বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান সেতুমন্ত্রীর
পরবর্তী নিবন্ধচাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রনি কারাগারে