পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রংপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ৫ তলা ভবনের ৪ তলা থেকে পড়ে গিয়ে লুৎফর রহমান লালু (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লালু সদর উপজেলার চন্দনপাঠ ইউনিয়নের ইশ্বরপুর মাঠেরহাট গ্রামের মোবারক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও লালুর বড় ভাই ইউনুস আলী জানান, নিহত লালু পেশায় রড মিস্ত্রী ছিলেন। ওই ভবনের জানালার কাজ করতে গিয়ে পা পিছলে মাঠিতে পড়ে গুরতর আজত হন লালু। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রমিকদের কাজের জন্য নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কি না এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন বলেন, প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষক আতিয়ার রহমানকে চেয়ারম্যান করে প্রকল্প কমিটির মাধ্যমে এ কাজ করা হচ্ছে। নিরাপত্তামূলক ব্যবস্থা আছে কি না তা সংশ্লিষ্ট শ্রমিকরাই জানেন।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।