রংপুরে করোনায় আরো ৩ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি  : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো তিনজন মারা গেছেন। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ৮৭০ জনের নমুনাা পরীক্ষায় ৩২১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।

বিভাগে করোনা শনাক্তের হার বেড়ে ৩৬ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে শনিবার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয় ।

শনিবার শনাক্তের হার ছিল ২৬ দশমিক ১০ শতাংশ। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নীলফামারীতে একজন ও দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের হয়েছে।

বিভাগের আট জেলার মধ্যে রংপুরে ১০১, দিনাজপুরে ৫৯, নীলফামারীতে ৪৯, ঠাকুরগাঁওয়ে ৩১, পঞ্চগড়ে ২৭, গাইবান্ধায় ২৭, লালমনিরহাটে ১৬ ও কুড়িগ্রামে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭৬ জন। বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত ৯৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ১৫ রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বাসায় রেখে চিকিৎসা চলছে। বিভাগজুড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৭ জন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৪৫
পরবর্তী নিবন্ধমৌলভীবাজারে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত