পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে তিন রানের নাটকীয় জয় পেয়েছে রংপুর রাইডর্স। শেষ ছয় বলে ১০ রান দরকার ঢাকার। কোনো ব্যাপার? পোলার্ড আছেন না? মাশরাফি ভরসা করবেন কাকে? তার আছেন পেরেরা। তার হাতেই বল তুলে দিলেন রংপুর অধিনায়ক।
প্রথম বল ইয়র্কার। কোনো রান হয়নি। পাঁচ বলে ১০। দ্বিতীয় বলও ডট। চার বলে ১০। তৃতীয় বলে ছক্কা। তিন বলে চার। চতুর্থ বলে এক রান নিতে পারতেন পোলার্ড। আমিরকে স্ট্রাইক নিতে দেননি। দুই বলে চার। নাটকের ক্লাইমেক্স তখন তুঙ্গে। ঢাকা, না রংপুর? সাকিব, না মাশরাফি? পোলার্ড, না পেরেরা? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে শেরেবাংলায়। ঠিক তখনই গল্পের মোড়বদল। পঞ্চম বলে পোলার্ড বোল্ড। পেরেরার রিভার্স সুইংয়ে ঢাকার স্বপ্ন ছত্রখান। এক বলে চার। শেষ ব্যাটসম্যান আবু হায়দার। পেরেরার ফুল টস প্যাডল সুইপ করতে গিয়ে মিডল স্টাম্পে টেনে আনলেন ঢাকার শেষ ভরসা! শেষ বলে রংপুর তিন রানের নাটকীয় জয়ে রাঙাল নিজেদের।
কাচঘেরা ঘরে বিষণ্ণ সাকিবের মুখ ধরল ক্যামেরা। তীরের সামনে তরী ডোবার কষ্ট পোড়াচ্ছে তাকে। কষ্টটা তারই বেশি! ২৩ বলে মাত্র ১৬ রানে পাঁচ উইকেট নিয়ে ঢাকার জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছিলেন তিনিই। আগেরদিন ঢাকার বিপক্ষে ২০ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন কুমিল্লার পাকিস্তানি পেসার হাসান আলী। কাল তাকে ছাপিয়ে গেলেন সাকিব। শেষ দুই বলে পেরেরার দুই উইকেট পরাজয়ের পেরেক ঠুকে দিল ঢাকার বুকে!
বিপিএল আপাতত ঢাকাকে বিদায় জানাল ঢাকার হার দিয়ে। টি ২০-র এত রসদ মজুদ যে দলে, এত বড় বড় নাম, তাদের কেউই তো ঠিকঠাক পথ দেখালেন না দলকে। আগেরদিন কুমিল্লার বিপক্ষে ওপেন করতে নেমে ৭৬ রান করেছিলেন সুনীল নারিন। কাল প্রথম বলে মাশরাফি তুলে নেন তাকে। অধিনায়ক সাকিব ১১ বলে ১১, আফ্রিদি ১৫ বলে ২১ এবং পোলার্ড ১৪ বলে ১২। জহুরুল ইসলামের ১৯ বলে ২৯ এবং ওপেনার এভিন লুইসের ২৫ বলে ২৮-সবই বেকার। মাশরাফিসহ রংপুরের চার বোলার সমান দুটি করে উইকেট নেন। সাঙ্গাকারাকে ছাড়াই কাল খেলতে নেমেছিল ঢাকা।
পোলার্ড যখন শোয়েব মালিক হতে গিয়ে ব্যর্থ, গেইল তখন টানা দ্বিতীয় ফিফটি এবং ম্যাচসেরা হয়ে ১০০ শতাংশ সফল। তার ২৮ বলে ৫১ (পাঁচটি চার ও চারটি ছয়) রংপুরের ইনিংসের মূল স্তম্ভ। ম্যাককালাম ব্যর্থ। আট বলে ছয়। মোহাম্মদ মিঠুনের ২৬ বলে ২২ থেকেও দাম বেশি পেরেরার ৯ বলে ১৫ রানের। রংপুর রাইডার্সের ‘আনসাং হিরো’ পেরেরা অবিরাম পারফর্ম করে চলেছেন। সাকিবের পাঁচ উইকেটের পর আফ্রিদির উইকেট দুটি।