স্পোর্টস ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার দানি আলভেজকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন বার্সেলোনার আদালত।
গতকাল শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আলভেজ অভিযোগ অস্বীকার করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
গত ৩০ ডিসেম্বর আলভেজের বিরুদ্ধে এক নারী যৌন হয়রানির অভিযোগ দায়ের করে। এরপর ১০ জানুয়ারি বার্সেলোনার আদালত বিবৃতি দিয়ে জানায়, এ ঘটনার তদন্ত চলমান।
আলভেজের বিরুদ্ধে নাইটক্লাবে মত্ত অবস্থায় যৌন হয়রানির অভিযোগ তোলেন ওই নারী। আলভেজ শুরু থেকেই ঘটনাটি অস্বীকার করে আসছেন।
নাইটক্লাবে থাকার কথা স্বীকার করলেও অভিযোগের বিষয়টি উড়িয়ে দেন ব্রাজিলের অভিজ্ঞ এই ডিফেন্ডার।
আলভেজ বলেন, ‘আমি নাচছিলাম এবং কাউকে কোনোভাবে আক্রমণ না করেই ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না ওই নারী কে…আমি কিভাবে একজন নারীর সঙ্গে এটা করব? না।’
কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন আলভেজ। এখন তিনি খেলছেন মেক্সিকোর ক্লাব পুমাসে।