পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নাম লিখিয়েছেন মিশেল ওবামা। আটটি বছর হোয়াইট হাউসে কাটিয়েছেন। এ সময় নিজের দায়িত্ব পালন করে দেশে-বিদেশে হয়েছেন প্রশংসিত। সাবেক হয়ে ফিরে এসেছেন সাধারণ জীবনে। কিন্তু একটা বিষয় কখনোই তাঁর পিছু ছাড়েনি। বরং এই নৃশংসতা তাঁকে আহত করেছে, কাঁদিয়েছে; কিন্তু পিছু হটাতে পারেনি। সেটা হলো তাঁর গায়ের রং।
গত মঙ্গলবার উইমেন’স ফাউন্ডেশন অব কলোরাডোর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিশেল ওবামা নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আট বছর দেশের জন্য কাজ করার পরও অনেক মানুষ আছেন, যাঁরা আমাকে দেখতে পারেন না। কারণ, আমার গায়ের রং।’
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, কৃষ্ণকায় মেয়েদের এসবে পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়েছেন মিশেল ওবামা। একই সঙ্গে মেয়েদের ভেতরের ইতিবাচক শক্তির কথা বলে উজ্জীবিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘প্রতিদিন মেয়েকে বলুন, তুমি স্মার্ট। তুমি দক্ষ।’ বহু মানুষের কাছে এখনো তার অনুকরণীয় ব্যক্তিত্ব পরিবারের কাছের কেউ। মা, শিক্ষক, ভাই-বোন, বাবা—এমন সব কাছের জনকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়। এসব মানুষের প্রতিদিনকার প্রেরণা, উৎসাহ একটি মেয়ের জীবনকে বদলে দিতে পারে।
যুক্তরাষ্ট্রে বর্ণবাদ নিষিদ্ধ হয়েছে বহুকাল আগে। কিন্তু তা বিলুপ্ত হয়নি। মানুষের মনে, সমাজে এখনো রয়ে গেছে তা। মিশেল ওবামার মন খারাপ করা অনুভূতির প্রকাশ নতুন করে বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে। তবে সাবেক এ ফার্স্ট লেডির গায়ের রং নিয়ে নানা সময়েই সমালোচনা করেছেন অনেকে। ওয়াশিংটনের এক মেয়র তাঁকে ‘গরিলা’ বলেছিলেন। মেলানিয়া ট্রাম্প ফার্স্ট লেডি হচ্ছেন শুনে ওয়েস্ট ভার্জিনিয়ার বেসরকারি প্রতিষ্ঠানের এক পরিচালক মন্তব্য করেছিলেন, ‘হিল পরা শিম্পাঞ্জি দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যাক, যুক্তরাষ্ট্রে একজন সুন্দরী ফার্স্ট লেডি এল।’